মোশারেফ হোসেন শাজাহান মিয়ার পরিবারের সুস্থতা কামনায় জেলা যুবদলের দোয়া মাহ্ফিল

 

 

আরিয়ান আরিফ ।। ভোলা-১ আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাজাহান মিয়ার সহধর্মিনী প্রফেসার ফিরোজা বেগম, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরের পরিবারবর্গ এবং ভোলা সদর উপজেলা বিএনপি’র আহবায়ক আসিফ আলতাফ ও তার পরিবারবর্গ করোনায় আক্রান্ত তাদের সুস্থতা কামনায় ও ভোলা সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মিলনের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে ভোলা জেলা
যুবদল।বুধবার (২২ ডিসেম্বর) বাদ মাগরিব শহরের মহাজন পট্টিস্থ জেলা যুবদলের কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় মোশারেফ হোসেন শাজাহানের পরিবারবর্গ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য ও সুস্থতার কামনা, ভোলাসহ সারাদেশের যারা করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বড় মসজিদের খতিব মাওলানা নূরে আলম।জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ টু ম্যান,সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোবহান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম,ভোলা জেলা কৃষক দলের সাবেক সাধারন সম্পাদক লোকমান গোলদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

SHARE