ভোলার চরফ্যাশনে শুরু হয়েছে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট

 

 

আরিয়ান আরিফ।। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশনে শুরু হয়েছে আন্ত:কলেজ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ও আন্ত:ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে চরফ্যাশন সরকারি কলেজ দলকে ৪ উইকেটে হারিয়েছে রহিমা কলেজ দল। করোনা পরিস্থিতির মাঝেও অনেকদিন পর মাঠে খেলা গড়ানোয় খুশি দর্শকরা। তরুণরাও উচ্ছ্বসিত মাঠে খেলার সুযোগ পেয়ে। ভোলার চরফ্যাশনের টি বি স্কুল মাঠে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাঠে গড়িয়েছে আন্ত:কলেজ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ও আন্ত ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে প্রথম ব্যাট করে চরফ্যাশন সরকারি কলেজ দল। ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোর-বোর্ডে ৮৯ রান তোলে তারা। জবাবে, ব্যাট করতে নেমে দশ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রহিমা ইসলাম দল। এ সময় তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। করোনার মাঝেও এমন আয়োজনে স্বাগত জানান দর্শকরা। দুর্যোগের মাঝেও মাঠে ফিরতে পেরে উচ্ছ্বসিত ক্রিকেটাররা। তারা বলেন, অনেকদিন পর মাঠে খেলতে নেমে ভালো লাগছে। আমরা সবাই খুশি। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে তরুণদের মাঠে ফেরাতেই হয়েছে এ আয়োজন। এ প্রসঙ্গে আন্ত:কলেজ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের সদস্য সচিব মোহাম্মদ সোলায়মান বলেন, খেলাধুলার মাধ্যমেই তরুণদের মাদক ও সন্ত্রাস মুক্ত রাখা সম্ভব। তারা আরো এগিয়ে যেতে পারবে। খেলোয়াড়দের এগিয়ে নিতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
তিনি বলেন, প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করা হচ্ছে। এ বছর ১৮৬টি মিনি স্টেডিয়ামের কাজ চলছে।
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্টে উপজেলার আটটি কলেজ ও ১৯টি ইউনিয়ন অংশগ্রহণ করছে।

SHARE