ভোলায় বিজয় দিবসে ইসলামী ছাত্র আন্দোলনের খতমে কোরআন

 

 

আরিয়ান আরিফ।। ভোলায় মহান বিজয় দিবসে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর খতমে কোরআন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা উত্তরের জেলা কার্যালয়ে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের স্বরণে এই খতমে কোরআন অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা সভাপতি মোঃ আবুল হাসেম বলেন, আজ ১৬ ডিসেম্বর আমাদের চেতনার মাইলফলক। ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা এক সাগর রক্ত ও জীবনের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং শহীদদের মাগফেরাত কামনা করি। আজ বাংলাদেশের বয়স অর্ধশতাব্দী বছর হতে চলছে। কিন্তু পরম সত্য হলো আজও এই দেশের স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত হয়নি। সাম্য,সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা আজো প্রতিষ্ঠা পায়নি অনাহারে-অর্ধহারে শ্রেষ্ঠ বাংঙালীর ভাস্কর্যের পাদদেশে বনি আদম রাত পার করছে। এই দেশের সুশীল সমাজ পশ্চিমা সংস্কৃতির ক্যানভাস করছে। এ যেনো এক পতাকা স্ববর্স্ব জাতি। রাজনীতির চোরাবালিতে আটকে যায় এখনো হাজার জীবন। এই ভাবে চলতে দেয়া যায় না। বায়ান্নর ছাত্র শক্তিকে আবার গর্জে উঠতে হবে। ১৯৭১ এর চেতনায় উজ্জীবিত হয়ে সকল স্বদেশী মীরজাফরদের সম্মিলিত প্রতিরোধ করতে হবে। তাহলেই শহীদদের মর্যাদা রক্ষা পাবে।ইশা ছাত্র আন্দোলন আপনাকে সেই নির্মোহ আন্দোলনে স্বাগত জানায়। উক্ত খতমে কোরআন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা প্রচার সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ, সাহিত্য সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসানসহ উত্তর শাখার নেতৃবৃন্দ।

SHARE