মৌলভীর হাট ডিগ্রি মডেল মাদ্রাসায় মহান বিজয় দিবস উদযাপন

 

।। বিশেষ প্রতিনিধি ।।

দ্বীপজেলা ভোলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মৌলভীর হাট হোসাইনিয়া ডিগ্রি মডেল মাদ্রাসায় ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সকাল ১০ঃ৩০ মিনিটে অধ্যক্ষ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে মাদরাসা অডিটোরিয়ামে পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি আরম্ভ করা হয়। করোনা ভাইরাসের কারনে মাদ্রাসার সকল শিক্ষক এবং অল্প সংখ্যক শিক্ষার্থী মাস্ক পরিধান করে ও সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনায় আলোচকরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বিজয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে “দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি” প্রতিযোগিতা; সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সবশেষে দেশ ও দেশের মানুষের কল্যানে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

SHARE