স্টাফ রিপোর্টার।। ভোলায় দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের ৭৩ তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার (১৬ ই ডিসেম্বর) সন্ধ্যায় বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল ফাউন্ডেশন আয়োজনে গোরস্তান মাদ্রাসা সংগ্লন সংগঠনের নিজস্ব কার্যলয়ে আলোচনা সভা,দোয়া ও কেক কেটে মোস্তফা কামালের জন্মদিন পালন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন,শ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল ফাউন্ডেশন ভোলা শাখার কার্যনির্বাহী সদস্য ও মোস্তফা কামালের ভাইয়ের ছোট ছেলে মোঃ শাহীন আলম, মোঃ মিজানুর রহমান,এডভোকেট মেজবাহুল আলম
সজল বিল্লাহ,জহির উদ্দিন কালাম শাহাদাত হোসেন মোঃ বাবুল, মোঃ আরিফুল ইসলাম,সাংবাদিক মোঃ আরিয়ান আরিফ প্রমুখ। অপরদিকে দুপুর ১২ টার দিকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয়ের পক্ষ হতে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রোখেন , ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ অপু, স্থানীয় আজকের ভোলা পত্রিকার সম্পাদক মুহাম্মদ শওকত হোসেন, আলীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: বশির আহমেদ, আবৃত্তি শিল্পী মসিউর রহমান পিংকু প্রমূখ।পরে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করেন অতিথিরা। এছাড়াও ভোলার বিভিন্ন মসজিদে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রসঙ্গতঃ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলার দৌলতখান উপজেলার হাজিপুর গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানী বাহীনীর গুলিতে নিহত হন।