ভোলায় চার দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আখেরি মুনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন

 

 

আরিয়ান আরিফ।। ঐতিহ্যবাহী ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চার দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই দাঃবাঃ এবং শায়েখে তরিকুত, আমীর মজলিসে তালীমুল উম্মাহ হযরত মাওলানা ফজলে ইলাহী পীর সাহেব উজানী। সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা সরকারী স্কুল মাঠে ভোলা জেলা তাফসীর পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত ৪ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে দূর-দুরান্ত থেকে হাজার হাজার মানুষ মাঠে এসে ঝড়ো হয়। মানুষের উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ধ্বনিতে মুখোরিত হয়ে উঠে তাফসীর ময়দান। এসময় বক্তারা কোরআন-হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাফসির করেন। আখেরি মোনাজাতে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি, দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন হযরত মাওলানা ফজলে ইলাহী পীর সাহেব উজানী।
বিকাল থেকেই মাদ্রাসার ছাত্ররা পবিত্র আল কোরআন থেকে তেলোয়াত, গজল, সূরা, ক্বেরাত পাঠ করে। চারদিন ব্যাপী মাহফিলের সভাপতিত্ব করেন, মাওলানা আতাউর রহমান মোমতাজী। পরিচালনা করেন, মাওলানা তরিকুল ইসলাম তরিক ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মাওলানা এম ওবায়েদুর রহমান বীন মোস্তফা। এসময় বিভিন্ন আলেম-ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

SHARE