মানপুরায় কোস্ট ট্রাস্টের আয়োজনে সমন্বয় সভায় “মনপুরা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের অংশগ্রহন

 

 

মাহিয়ান হিমেল।। শিশু ও কিশোর কিশোরীদের সুরক্ষায় ত্বরান্বিত করন (এপিসি) প্রকল্প বাস্তবায়নে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন, যুব সংগঠন এবং নারী সংগঠনের সাথে সংযোগ ও নেটওয়ার্ক গড়ে তুলতে আজ ১০ ডিসেম্বর সকাল ১০টায় “কোস্ট ট্রাস্ট (এপিসি) প্রকল্প কর্মকর্তা মোঃআরিফ হোসেনের সভাপতিত্বে মনপুরা উপজেলা ২নং হাজীর হাট ইউনিয়ন পরিষদ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা ২নং হাজিরহাট ইউনিয়ন পরিষদের সচিব জনাব,ইয়াজ উদ্দিন শিরান,বিষেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরার আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন মনপুরা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক,আবির আল ইয়ামিন। এছাড়াও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, “আওলাদ মাতাব্বর- সভাপতি, মনপুরা মানব সেবা সংগঠন। “আবিদ হোসেন রাজু-আহব্বায়ক,ইউথ পাওয়ার ইন বাংলাদেশ। ” মোঃ রেদওয়ান -সভাপতি,নিঝুম ব্লাড ফাউন্ডেশন। “মোঃ মিজানুর রহমান-সাধারণ সম্পাদক,ইউথ ফোরাম ফর সোশ্যাল জাস্টিস। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন,একটি সমাজ পরিবর্তন করতে হলে প্রথমে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুব সংগঠনগুলো একটি ব্যতিক্রমী স্বেচ্ছাসেবী সংগঠন,স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের কাজ। তাই
সমাজের উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখতে চাইলে স্বেচ্ছাসেবী সংগঠনের বিকল্প নেই।

SHARE