সেরা সংগীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ পেলেন এমপি মমতাজ

 

 

নুরউদ্দিন আল মাসুদ। লাভ করেছেন লোকসংগীত সম্রাজ্ঞী ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ।বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্ট শিল্পী, কলা-কুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের ঘোষণা করা হয়। এই তালিকায় সেরা গায়িকা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় মমতাজকে।
জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলা লোকসংগীতের জন্য তুমুল জনপ্রিয় মমতাজ বেগম। দুই দশকের বেশি তার পেশাদারী সংগীত জীবনে ৭০০টির বেশি একক অ্যালবাম প্রকাশ পায়। প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে আব্দুর রশীদ সরকারের কাছে গান শেখেন এই জনপ্রিয় শিল্পী। সংগীত জগতের বাইরে রাজনীতির অঙ্গনেও সফল মমতাজ।

SHARE