পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য এটিএন বাংলার সাবেক প্রতিনিধি প্রবীন সাংবাদিক মোঃ ফয়েজুর রহমান ফয়েজ এর জানাজায় জনতার ঢল। বুধবার বাদ জোহর দুপুর ২ টায় লতিফ স্কুল মাঠে জানাজা নামায পরিচালনা করেন লতিফস্কুল রোডস্থ বায়তুল গফুর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ হুমায়ুন কবির মুশফি। জানাজা শেষে জেলার মুসলিম পাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মরহুম ফয়েজুর রহমানের বড় ভাই মোঃ শফিকুর রহমান, মেঝ ভাই মোঃ আশিকুর রহমান, চতুর্থ ভাই মোঃ ওয়াহিদুর রহমান, ছোট ভাই আব্দুর রহমান, চেম্বারের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম খান, প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাধারন সম্পাদক মুফতী সালাউদ্দিন, সাবেক সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, সাবেক সাধারন সম্পাদক মোঃ জাফর খান, সাবেক সাধারন সম্পাদক সোহরাব হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি মোঃ তসলিম সিকদার, মল্লিকা রপস্তোঁরার মালিক মোঃ সিদ্দিকুল আলম, পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ শত শত মুসুল্লী উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের সময় লতিফ স্কুল রোডস্থ নিজবাসায় স্ট্রোক রোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।