পটুয়াখালী মুক্তিযোদ্ধাকে মারধর,চেয়ারম্যানসহ গ্রেফতার

 

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় মুক্তিযোদ্ধা শাহ আলমকে মারধরের ঘটনায় আওয়ামীলীগ নেতা ও টিয়াখালী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু ও তার স্ত্রী বিএনপি নেত্রী এলিজা বেগমসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের স্ত্রীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রাতে আহত মুক্তিযোদ্ধার স্ত্রী বাদী হয়ে চেয়ারম্যান শিমু ও তার স্ত্রীসহ ১১ জন এবং অজ্ঞাত আরো ১০/১২ জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করলে তাদের গ্রেপ্তার করা হয়। থানা পুলিশ সকালে গ্রেফতারকৃত ৫ জনকে আদালতে সোপর্দ করেছে। এদিকে চেয়ারম্যান শিমুকে গ্রেফতারের প্রতিবাদে কলাপাড়া থানার সম্মুখসহ পৌরশহরে বিক্ষোভ মিছিল করেছে তার অনুসারীরা। মামলা সূত্রে জানাযায় , গতক রবিবার বিকালে এক লক্ষ টাকা চাদার দাবীতে মুক্তিযোদ্ধা শাহ আলমের চাকামইয়ার ইটভাটা অফিসে হামলা চালায় টিয়াখালী ইউপি চেয়ারম্যান শিমু মীরা, স্ত্রী এলিজা বেগমসহ ১০/১২ জন দৃর্বত্ত। এসময় পিটিয়ে শাহআলমের পা এবং হাতে মারাত্মক জখম করা হয়। তাৎক্ষনিক স্থানীয়রা শাহআলমকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া পরে পটুয়াখালী হাসপাতালে নিয়ে আসলে
কর্তব্যরত চিকিৎসক তাকে রবিশাল শেবাচিমে প্ররেন করেন।

SHARE