নির্ধারিত স্থানে ইপিজেড বাস্তবায়নের দাবীতে স্মারক লিপি প্রদান

 

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে বাস্তবায়নাধীন ই.পি.জেড বাস্তবায়নের দাবীতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি পেশ করেন সদর উপজেলা পরিষদপর সাবেক চেয়ারম্যান শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভেকট তারিকুজ্জামান মনি ও আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভেকেট মোঃ হুমায়গন কবিরের নেতৃত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১১ নভেম্বর বুধবার সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন পালনকালে বক্তব্য রখেন পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ তারিকুজ্জামান মনি, আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান শাহ আলম শরীফ, কৃষিবিদ ফরিদুজ্জামান খান, মনজুরুল আহসান, আবু বকর সিদ্দিক, মোঃ জাকির হোসপন, আঃ হক সরদার প্রমুখ।  বক্তারা বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষিনাঞ্চলের লক্ষ লক্ষ মানুষের কল্যানে ও এলাকার উন্নয়নে পটুয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবী ইপিজেড স্থাপনের জন্য সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে মহাসড়ক সংলগ্ন এলাকায় সরকারী ও বেসরকারী জমিতে ই পি জেড স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। উক্ত ইপিজেড বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবী জানান বক্তারা।

SHARE