ফ্রান্সে বিশ্বনবীকে নিয়ে ব্যাঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে পশ্চিম ইলিশায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 

আকতারুল ইসলাম আকাশ: ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে ওই ইউনিয়নের বেশ কয়েকটি মসজিদের মুসল্লীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বিক্ষুব্ধ মুসল্লীরা ইউনিয়নের বেশকিছু জায়গা ঘুরে বিক্ষোভ মিছিলটি মালের হাট বাজারে এসে শেষ করে সমাবেশ করেন। মাওলানা মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে প্রদান করেন, মুফতি আবদুল মোমিন। এসময় আরও বক্তব্যে রাখেন, মুহাম্মাদ আবু মূসা, মুহাম্মদ আরিফুল ইসলাম, মাওলানা মুহাম্মদ মোস্তাকিম বিল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, জীবন দিবো তবুও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর অপমান সইবো না। বক্তারা রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের দূতাবাস বন্ধ করাসহ এখন থেকে ফ্রান্সের সকল পন্য বয়কট করার দাবি জানান। এছাড়াও ফ্রান্সের উক্ত ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেন।

SHARE