পটুয়াখালী প্রতিনিধিঃ
বাংলাদেশে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের বিচারের দাবীতে পটুয়াখালীতে গন অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭নভেম্বর) সকাল ১১টার দিকে পটুয়াখালী জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে এ গন অবস্থান ও বিক্ষোভ মিছিলে অনুষ্ঠিত হয়। পটুয়াখালী
প্রেসক্লাবের সম্মুখে গন অবস্থান শেষে এক বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন পরে লঞ্চঘাট এসে শান্তি পূর্ন ভাবে শেষ হয়। উক্ত গন অবস্থান ও বিক্ষোভ মিছিলে উপস্থিত-
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি অতুল চন্দ্রদাস,সাধারন সম্পাদক উত্তম দাস,সদর উপজেলার সভাপতি স্বপন চক্রবর্তী,সাঃ সম্পাদক সুভাস হাওলাদার
সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী প্রমূখ।