মনজু ইসলাম ঃ ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর মোট ২২ দিন নদীতে “মা ইলিশের ডিম ছাড়ার সময়। এ সময়ের মধ্যে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।আজ বৃহস্পতিবার(৫ নভেম্বর) সকাল ১১টায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০ সমাপনান্তে কোস্টগার্ড দক্ষিণ জোন এর ভোলার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভোলার মেঘনা ও তেতুলিয়ায়”মা ইলিশের অভিযান পরিচালনায় কোস্টগার্ড দক্ষিণ জোনের তৎপর ভূমিকা পালন করে। এর প্রেক্ষিতে গত (১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর) পর্যন্ত বিসিজি বেইস ভোলা বিভিন্ন স্টেশান/ আউটপোস্ট এবং জাহাজ সমূহ থেকে দক্ষিণ জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক কারেন্ট জাল ১১,৪৬,৪০০মিটার,সুতার জাল ১২,৩১,১০০মিটার, বেল্হন্দী জাল ৮ পিস,মশারী জাল ১০০০ মিটার,চরঘেরা জাল ৭৩০০ মিটার, ইলিশ ১,১৬৩ কেজি,বোট ৯১টিসহ ২৮৮ জন জেলে আটক করে কোস্টগার্ড। যার বর্তমান বাজার মূল্য ৯কোটি ৯৩ লাখ ৯৩ হাজার ৭৫০টাকা। এসময় আটককৃত “মা ইলিশ মৎস্য কর্মকর্তা উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করার পাশাপাশি আটককৃত জেলেদের উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং জরিমানা করা হয়। মৎস্য সম্পদ রক্ষার্থে কোস্টগার্ডের অভিযান চলমান এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ডের কর্মকর্তারা।উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন এম মনজুর-উল করিম চৌধুরী জোনাল কমান্ডার ভোলা, সহকারি কমিশনার ভূমি মো:আবু আব্দুল্লাহ খান, মৎস্য কর্মকর্তা জাকির হোসেন জেলা খামার ব্যবস্থাপনা, নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন পাল, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, মৎস্যজীবী সমিতির ভোলার চেয়ারম্যান এম খালেক, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি এম নুরুল ইসমাল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।