ভোলায় নিষেধাজ্ঞা কাটিয়ে জেলেরা নদীতে, মিলছেনা কাঙ্খিত ইলিশ

 

 

মনজু ইসলাম ঃ

২২ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে নদীতে আবারও ইলিশ মাছ ধরতে নেমেছে ভোলার জেলেরা। বৃহস্পতিবার (০৪ নভেম্বর)মধ্যরাত ১২ টার পর থেকেই জাল, নৌকা ও ট্রলারসহ ইলিশ মাছ ধরার উৎসবে মেতে উঠে মেঘনা ও তেতুলিয়ার জেলেরা।এদিকে, নিষেধাজ্ঞা শেষে পুনরায় মাছ ধরাকে কেন্দ্র করে জেলেদের মধ্যে আনন্দ বিরাজসহ ফুটেছে মুখে হাঁসি।তবে প্রথম দিনে ইলিশে তেমন কোন দেখা মিলছেনা বলে জানিয়েছেন জেলেরা। ইলিশ জালে না আসলেও এক বুক আশা নিয়ে ইলিশ পাওয়ার অপেক্ষায় ভোলার মেঘনা ও তেতুলিয়ার জেলেরা। প্রথম দিন থেকে জেলেদের জালে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ার ধারণা করা হলেও, কাঙ্ক্ষিত পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে না। এতে কিছুটা চিন্তিত মেঘনা ও তেতুলিয়ার জেলেরা। তবে দু’একদিনের মধ্যে নদীতে ইলিশ পাওয়া যাবে বলে আশা করছে তারা। নদী থেকে ইলিশ ধরা পড়লেই সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে জেলেরা। ভেদুরিয়া লঞ্চঘাট এলাকার মাঝি শরিফ বলেন, সরকারি নিষেধাজ্ঞার ২২ দিন পর প্রথম দিনে মাছ ধরতে গিয়ে উল্লেখযোগ্য মাছ পাওয়া যায়নি। তবে বিগত সময় নিষেধাজ্ঞার পরে প্রথম দিনে অনেক মাছ পাওয়া যেত। কিন্তু এবার প্রথম দিনে তেমন ইলিশ পাওয়া যাচ্ছে না। আশা করছি দুএক দিনের মধ্যে ইলিশের চাহিদা আরো বাড়বে। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো: আজহারুল ইসলাম বলেন, এবারের অভিযান আমাদের সফল হয়েছে এবং মাছ নিরাপদে ডিম ছাড়তে পেরেছে। এবছর এক লাখ ৬৫ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে বলে আশা করছি। নিষেধাজ্ঞা শেষে প্রথমদিনে জেলেদের জালে ইলিশ ধরা না পড়লেও আগামী কয়েকদিনে মাছ ধরা পড়বে বলেও আশাকরা যাচ্ছে।

SHARE