পায়রা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত,হালকা মাঝারি বৃষ্টিপাত

 

 

পটুয়াখালী প্রতিনিধিঃ মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘু চাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রা বন্দরকে স্থানীয় তিন (০৩) নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানে গত দুই দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃাষ্টতে ইতিমধ্যে তলিয়ে গেছে অসংখ্য ঘর বাড়ি। ভেসে গেছে বেশ কিছু পুকুর ও ঘেরের মাছ। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে অবহাওয়া অফিস। তবে মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা থাকায় সকল মাছ ধরা ট্রলার আলীপুর মহিপুর বন্দরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে রয়েছে বলে জানিয়েছে মৎস্য ব্যবসায়ীরা।

SHARE