পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালীর কোরালিয়া থেকে গলাচিপার পানপট্রি মাঝ খানে ভয়ঙ্কর বিশাল আগুনমুখা নদী। যোগাযোগ বিচ্ছিন্ন রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে ফেরী চলাচলের দাবীতে পৃথক দুইটি মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। সোমবার দুপুরে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের আয়োজনে বাহেরচর চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শিবলী, সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বল প্রমুখ। অন্যদিকে একই দাবীতে রাঙ্গাবালী বাঁশি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে রাঙ্গাবালী প্রেসক্লাবেরসামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক জাওয়াদুল কবির প্রিতম, বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকান্দার আলম।
মানববন্ধনে কয়েক শতাধিক লোক উপস্থিত ছিলেন।মানববন্ধন উপস্থিতরা বলেন, আমাদের আর কোন দাবী নাই, দাবী শুধু একটাই, রাঙ্গাবালী ফেরী চাই। তারা আরও বলেন, বিচ্ছিন্ন এই রাঙ্গাবালী বাসীর যোগাযোগের একমাত্র মাধ্যম নৌযান।কিন্তু নদীটি বিশাল ও সবসময়ই তীব্র স্রোত থাকে। পারাপারে জন্য স্পিডবোট বা টলার ছাড়া বড় কোন ব্যবস্থা নাই। কিছু দিন আগেও এ নদীতে স্পিডবোট ডুবে পাঁচজন মারা যায়।এরকম অনাকাঙ্ক্ষিত দূর্ঘনা থেকে বাঁচাতে এ নদীতে ফেরী চাই।