পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে স্পীডবোট ডুবির ঘটনায় নিখোঁজ ৫ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে আগুনমুখা নদী থেকে এসব মৃতদেহগুলো উদ্ধার করে কোস্টগার্ড।রাঙ্গাবালী থানার ওসি বলেন,পুলিশের সহযোগিতায় ও কোস্টগার্ডের অক্লান্ত পরিশ্রমে আজ সকালে আগুনমুখা নদী থেকে নিখোঁজ ওই ৫ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো রাঙ্গাবালী থানায় রাখা হয়েছে। তাদের স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে। উল্লেখ্য, গত বুধবার (২২অক্টোবর) পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কোরালিয়া থেকে গলাচিপা উপজেলার পানপট্টি যাওয়ার পথে আগুনমুখা নদীর ঢেউয়ের তোপে তলা ফেটে ১৮ জন যাত্রীসহ একটি স্পিডবোট ডুবে যায়।
এসময় পুলিশ কনস্টেবল মহিব্বুল্লাহ(৪৫), কৃষি ব্যাংক পরিদর্শক মোস্তাফিজ(৩৫), এনজিও কর্মী কবির হোসেন(২৮), দিনমজুর হাসান(৩৫) ও ইমরান (৩৪) এ পাঁচ ব্যক্তি নিখোঁজ হন