পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাজী ফজলু গাজী বিজয়ী হয়েছে।তিনি আনারস প্রতীক নিয়ে ৭১৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আব্দুল মালেক আকন্দ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪৮২ ভোট।গত( ২০ অক্টোবর)সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়। কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ন পরিবেশে ১৪৭৬৯ জন ভোটারের মধ্যে ১১৮৭৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করে এ ইউনিনের ভোটাররা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণের ক্ষেত্রে প্রশাসনের ব্যাপক উপস্থিতি দৃষ্টান্ত স্থাপন করেছে।