তজুমদ্দিনে নারীর প্রতি সহিংসতা নিরসনে বিট পুলিশিং সভা ও মানবন্ধন অনুষ্ঠিত

————–
কাজী মাহমুদুল হাসান
তজুমদ্দিন প্রতিনিধিঃ
মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এবং “নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে” স্লোগানে ভোলার তজুমদ্দিন উপজেলায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ – ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

ভোলা জেলা পুলিশ’র আয়োজনে শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় আলোচনা সভা ও র‌্যালী বের করে তজুমদ্দিন থানার ১নং বিট পুলিশ।

তজুমদ্দিন থানা ওসি তদন্ত মোঃ এনায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোঃ রফিক সাদী, ইউ পি সদস্য মাস্টার ইসমাইল চৌধুরী, মোস্তফা কামাল, রফিকুল ইসলাম, এসআই শামীম।

সমাবেশে বিট এলাকার নারী, জনপ্রতিনিধি, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে উপস্থিতিদের অংশগ্রহণে চাঁদপুর ইউপি ভবনের সামনে থেকে একটি মানবন্ধন ও র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

উল্লেখ্য, এদিন সারাদেশের সাথে একযোগে তজুমদ্দিন থানার ৮টি বিট পুলিশ কার্যালয়ে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

SHARE