মা ইলিশ “আহরণ ঠেকাতে কাজ করে যাচ্ছেন মির্জাখালু পুলিশ ফাঁড়ি

 

 

 

মোঃ শাখাওয়াত হোসাইন

১৪ই অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা,বিক্রি, মজুত ও পরিবহন নিষিদ্ধ।তারই ধারাবাহিকতায় ভোলার বোরহানউদ্দিনে ইলিশ আহরণ থেকে মৎস্যজীবিদের বিরত রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন মির্জাখালু পুলিশ ফাঁড়ি। মির্জাখালু পুলিশ ইনচার্জ মো: জহিরুল ইসলামের নেত্বতে এস আই মো: জামাল শেখ,এ এস আই মো: রফিকুল ইসলাম ও এ এস আই মো: মামুন সহ অন্যান্যগন মৎস্যজীবিদের মাঝে সচেতনমূলক বক্তব্য,এই সময়ে ইলিশ ধরার অপরাধ ও এর শাস্তি সম্পর্কে মানুষের মাঝে সুস্পষ্ট ধারনা দিয়ে বেড়াচ্ছেন। এই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জাখালু পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম বলেন” প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিনেও আমরা মৎস্যজীবি থেকে শুরু করে সাধারন মানুষের মাঝে সরকারী আদেশ পৌছে দিচ্ছি এবং এর কারন ও শাস্তি সম্পর্কে লোকদের মাঝে সুস্পষ্ট ধারনা দিচ্ছি।সরকারী আদেশ অমান্য করলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হবো।”

SHARE