মির্জাগঞ্জে অবৈধ জাল জব্দ, ২ জনের কারাদন্ড

 

 

 

(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে পায়রা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ । এসময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ২ জেলেকে আটক করা হয় । বুধবার( ১৪) অক্টোবর মাঝরাতেউপজেলা প্রশাসন, মৎস বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার দক্ষিণ মির্জাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পায়রা নদীতে মাছ শিকার অবস্থায় তাদের হাতে নাতে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা মোঃ রায়হানুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।জব্দকৃত জালগুলো পুড়িয়ে দেওয়া হয়। আটকৃতরা হলো – উপজেলার দক্ষিণ মির্জাগঞ্জ এলাকার মোঃ সত্তার জোমাদ্দার(৬৫) ও রাঙ্গাবালী এলাকার মোঃ রফিকুল ইসলাম( ৪৫)।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম,মির্জাগঞ্জ থানার এ এস আই মোঃ মাহাবুব , উপজেলা মৎস অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ

SHARE