মা ইলিশ আহরন বন্ধে ভেদুরিয়ায় সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

 

 

মনজু ইসলাম

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে আজ থেকে জাটকা আহরন রোধ ও মা-ইলিশ আহরন বন্ধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মধ্য ভেদুরিয়া গ্রামে তেতুলিয়া নদীর পাড়ে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেসনের লিপট প্রকল্পের আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি ) হুমায়ুন কবীর, বিশেষ অতিথি ছিলেন ওয়াল্ড ফিশারিজ এর গবেষনা সহকারী অংকুর ইমতিয়াজ, সহকারী পরিচালক আনিছুর রহমান টিপু, জিজেইউএস এর মৎস্য কর্মকর্তা জারিফুল হাসান, মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, শাহিদা বিনতে আহমেদ, ও এড়িয়া ইনচার্য মোঃ বশির আহমেদ।
সভায় জেলেরা আজ থেকে ২২দিন তারা ইলিশ ধরা থেকে বিরত থাকবে বলে অঙ্গিকার করে।

SHARE