সিন্ডিকেটের কবলে ভোলার বাজার

 

টিপু সুলতান

সেন্ডিকেটের কবলে ভোলার বাজার কিছু অসাধু ব্যাবসায়ীরা কাঁচাবাজারের সমিতির সাথে যোগসাজশ করে ব্যাবসা করে আসছে এমনটাই জানিয়েছন ভোলা রাজাপুরের প্যানেল চেয়ারম্যান হেলাল মেম্বার। দিনে দিনে ভেড়ে চলছে নিত্যপ্রয়োজনিয় বাজার দর। পূর্বের তুলনায় বর্তমান বাজার দর: – ৫০ টাকার পিয়াজ ৮৫ টাকা কেজি প্রতি বেড়েছে ৩৫ টাকা, ৬০ টাকার রসুন ৮০ টাকা, ১০০ টাকার আদা ১৪০ টাকা, ১৫০ টাকার কাঁচামরিচ ২১০ টাকা, ৩২ টাকার ডিম ৩৮ টাকা,২৫ টাকার আলু ৫০ টাকা, ৬৫ টাকার মসুর ডাল ৭০টাকা,৮৮ টাকার সয়াবিন তৈল ৯৮ টাকা,২২০০ টাকার চাউল ২৪০০ টাকা, ও ২০০০ টাকার এলাচি ৪০০০ টাকা । কমনি কোন পণ্যর দাম।
পণ্যবাহী যানবাহন নিয়মিত আসলেও কমেনি কোন বাজারের পণ্যর দাম। এতে সমস্যায় পড়েছে নিত্য আয়ের মানুষ গুলো।

SHARE