ভোলায় ভেলুমিয়া গাছ রোপনকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৯

 

 

 

আমজাদ হোসেন
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের টুমচর আর্দশ গুচ্ছগ্রামে ১১অক্টোবর রবিবার দুপুর ১২টার দিকে গাছ রোপনকে কেন্দ্র করে বাদশার পরিবারে উপর হামলা অভিযোগ।
ঘটনা সূত্রে জানাযায়, শুক্রবার বাদশা তার ঘরের পিছনে একটি রেন্ডিগাছ রোপন করেন,এই গাছ রোপনকে কেন্দ্র করেই বাদশা উপর হামলা করেন শাজাহান গংরা,হামলায় ঘটনায় গুরুতর আহত হন কয়েক জন।বাদশার কাছে হামলার ঘটনা জানতে চাইলে, তিনি বলেন আমি শুক্রবার আমার ঘরের পিছনে একটি গাছ রোপন করি,তারপর দিন শনিবার সন্ধার পর শাজাহান সাজি এসে আমাকে বলে তুমি আমার জায়গায় গাছ রোপন করেছো কেনো তখন আমি বললাম এইটাতো সরকারি জায়গা।সরকারি জায়গায় আমি গাছ রোপন করেছি তখন শাজাহান সাজি এইটা তার রেকর্ডীয় সম্পদ বলে আমাকে মারধর করে,পর দিন রবিবার ১২ টার দিকে ফের অর্তকিত হামলা করে শাজাহান(পিতাঃমুনাফ)তার ছেলেরা কালাম,জামাল,আলম ও তার সন্ত্রাসী বাহিনী।হামলায় আমাদের ঘর বাড়ি ভাংচুর করে নগদ এক লক্ষ টাকা নিয়ে যায় ও আমাদেরকে কুপিয়ে জখম করে এতে আমাদের অন্তঃসত্ত্বা মহিলা সহ গুরুতর আহত হয় ৯ জন।আহতরা হলেন বাদশা(৫৫)পিতাঃতোফাজ্জল রফিজল,রবিউল,জাহানারাবেগম,নারগিস,পারভিন,হালান,রাজিব,মোতাহার বেপারী। বাদশা আরো বলেন হামলার পর তারা চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে যাওয়ার সময় তাদের পথে আটকায় শাজাহান,পরে পালিয়ে তাদের ৬জন হাসপাতালে গেলে সেখানেও তাদের বাধা দেওয়া হয়,বাকী ৩ জনকে বাড়িতে বন্দী করে রাখে তারাও পালিয়ে চিকিৎসা নেওয়ার জন্য ভোলা সদর হাসপাতালে জান।আহতরা ভোলা সদর হাসপাতালে ভর্তি আছেন। শাজাহান সাজির কাছে বিষয়টি জানার জন্য তার ফোনে ফোন করলে তিনি বিষয়টি কে এরিয়ে যান। স্থানীয় চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তাকেও ফোনে পাওয়া যায়নি।

SHARE