ভাঙ্গা ব্রীজে এলাকাবাসীর দূর্ভোগ

 

 

 

মোঃ সোহাগ হোসেন ঃ

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের উত্তর সুলতানাবাদ গ্রামের আর্শেদ মেম্বার বাড়ির পাশে খালের ওপর নির্মিত একটি আরসিসি ব্রিজ ভেঙে যাওয়ায় ৪ ইউনিয়নের সঙ্গে সড়কপথের যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। গত মঙ্গলবার ওই ব্রিজ দিয়ে একটি মালবাহী গাড়ি যাওয়ার সময় ব্রিজটি ভেঙে পড়ে। ১৫ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ব্রিজটি নির্মাণ করা হয়। জানা গেছে, এই ব্রিজটি দিয়ে প্রতিদিন নাজিরপুর ইউনিয়নের লোকজন ছাড়াও কেশবপুর, কালিশুরী ও ধুলিয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করতো। ব্রিজটি ভেঙে পড়ায় ওই সব ইউনিয়নের সঙ্গে সড়কপথের যোগাযোগ বন্ধ গেছে। স্থানীয় বাসিন্দা জাহিদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি বেহাল অবস্থায় ছিল। স্থানীয়রা ব্রিজের ওপর কাঠের তক্তা বিছিয়ে যাতায়াত করতো। বাউফল গোলাবাড়ি হয়ে কালিশুরি রাস্তায় নির্মাণকাজ চলায় ওই রাস্তা ব্যবহার প্রতিদিন কয়েক হাজার মানুষ ও যানবাহন চলাচল করত। ব্রিজটি ভেঙে পরায় জনগণ দুর্ভোগের শিকার হয়েছেন। তারা দ্রত এই ব্রিজটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক বলেন, ‘বিরামহীন বৃষ্টির কারণে ব্রিজের নিচের মাটি সরে গিয়ে ব্রিজটি ভেঙে গেছে। ব্রিজটি পুনঃনির্মাণের জন্য উপজেলা পরিষদ সভায় উপস্থাপন করা হবে।’

SHARE