ভোলা রাজপুরে অবৈধভাবে খালে ড্রেজার বসিয়ে মাটি উত্তলন

———–
স্টাফ রিপোর্টার!
ভোলা সদর উপজেলার রাজাপুর উইনিয়নের ৯ নং ওয়ার্ডে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে খাল থেকে মাটি উত্তলন করছে স্থানীয় উইপি সদস্য হেলাল মেম্বার।

সূত্রে জানাযায়, রাজাপুর তুলাতলি বাজারের পরে ও ক্লোজার বাজারের আগে হেলাল মেম্বারের বাড়ির সামনে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে খাল থেকে মাটি উত্তলন করছে স্থানীয় উইপি সদস্য হেলাল মেম্বার।খালে ড্রেজার বসানোর বিষয়টি হেলাল মেম্বারের কাছে জানতে চাইলে তিনি বলে আমি বিষয়টি ভোলা সদর উইএনও মিজানুর রহমানকে জানিয়েই ড্রেজারটি খালে বসিয়েছি।ড্রেজার মালিক কামাল (পিতাঃ আমির হোসেন মাঝি) ড্রেজার ব্যবসা বৈধ বলে দাবী করেন ও তিনি আরো বলেন আমি আমার ব্যবসা চালিয়ে যাবো আপনাদের কি।
ভোলা সদর উপজেলার উইএনও মিজানুর রহমান জানান এভাবে খালে ড্রেজার বসিয়ে মাটি কাটা সম্পুর্ন বেআইনী,বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্তা নিচ্ছি বলে জানিয়েছেন তিনি।
বিষয়টি দ্রুত ব্যবস্তা নেওয়ার দাবী ও জানিয়েছে স্থানীয় লোকজন।

SHARE