ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভে পুলিশের বাধা

 

 

 

মোঃ আরিয়ান আরিফ

ভোলায় পুলিশি বাধার মুখে বিক্ষোভ মিছিল করতে পারেনি ইসলামী ছাত্র আন্দোলন।বৃহস্পতিবার বিকালে সিলেট এমসি কলেজে গনধর্ষনসহ সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী সহিংসতার প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। এর আগে ইসলামী আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক কালিনাথ বাজার হাটখোলা জামে মসজিদে সমবেত হয়। এ সময় পুলিশ রাস্তার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তাদের আটকে রাখে। তারা ব্যানার নিয়ে মিছিল বের করতে চাইলে পুলিশের কঠোর অবস্থানের কারণে সামনে এগুতে পারেনি। এরপর মসজিদের সামনে তাৎক্ষণিক সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা ইউছুফ,ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ আবুল হাশেম,সাধারন সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।মিছিলে বাধা দেওয়ার ব্যাপারে ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, বিশৃঙ্খলার আশঙ্কায় পুলিশ বাধা দেয়।

SHARE