ভোলায় ভলান্টিয়ার্স ফর বাংলাদেশের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

 

 

 

মোঃ আরিয়ান আরিফ

একটি গাছ একটি প্রাণ, গাছ ছাড়া পৃথিবীতে কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয়।
এই স্লোগানে ভোলায় ভলান্টিয়ার্স ফর বাংলাদেশের পক্ষ থেকে “Project One Tree One life” কর্মসূচির মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ভোলা নাজিউর রহমান কলেজে ভলান্টিয়ার্স ফর বাংলাদেশ ভোলা জেলার সমন্বয়কারী মোঃ মনিরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাজিউর রহমান কলেজের প্রভাষক ও সাংবাদিক মোঃ জুন্নু রায়হান। এছারার সেচ্ছাসেবীরা বক্তব্য রাখেন।এসময় তারা বলেন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা কর্মকাণ্ডে বৃক্ষ অবদান রেখে চলেছে। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। এক সময় আমাদের দেশে গাছপালা, সবুজ-শ্যামলে ভরা ছিল। গত কয়েক দশক ধরে নির্বিচারে বনাঞ্চল কেটে উজাড় করে ফেলা হচ্ছে। কিন্তু সেই প্রতিবছর যে পরিমাণ গাছ কাটা হয়, সে তুলনায় লাগানো হচ্ছে না। তাই পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কার্বন ডাই-অক্সাইডের সহ বিভিন্ন দুষিত গ্যাসের কারণে পরিবেশ উষ্ণ হচ্ছে। জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে অসময়ে অনাবৃষ্টি, খরা, অতিবৃষ্টি, প্রচণ্ড দাবদাহ, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাসসহ নানা দুর্যোগ ঘটে চলেছে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ঠিক যেমনটি পরিবেশ এবং দেশের প্রতি দায়বদ্ধতা থেকে ভিবিডি ভোলা জেলা সম্পন্ন করেছে প্রজেক্ট “One Tree one life”। পরে নাজিউর রহমান ডিগ্রি কলেজের প্রাঙ্গনে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয় এবং সেচ্ছাসেবিরা সেসব গাছের বছর ব্যাপী পরিচর্যার দায়িত্ব নেয় । এসময় ভলান্টিয়ার্স ফর বাংলাদেশ ভোলা জেলা টিমের সেচ্ছাসেবি মোঃ শেখাওয়াত হোসেন, নকিব, নাজিম উদ্দীন,আরিফ, জুবায়ের মোঃ শাহিন, মারিয়া, সালমা, সূচনা দত্ত সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

SHARE