ভোলায় দি ইনভিন্সিবল’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী

 

 

 

মোঃ আরিয়ান আরিফ

ভোলায় এসএসসি-এইচএসসি ৯/১১ব্যাচের আয়োজনে সারা বাংলাদেশে ও বিদেশে এক যোগে ‘দি ইনভিন্সিবল’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ভোলা শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে দি ইনভিন্সিবল এসএসসি-এইচএসসি ৯/১১ ব্যাচের প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে এই স্লোগানে কেক কাটা, পরিচয় পর্ব, গান ও কবিতা আবৃত্তি মধ্য দিয়ে জাকজমকভাবে অনুষ্ঠান শেষ করেন।ইনভিন্সিবল এসএসসি-এইচএসসি ৯/১১ ব্যাচের সদস্যরা জানান, ৯/১১গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে যারা ৯/১১ব্যাচের যারা আামাদের মাঝ থেকে মৃত্যু বরণ করেছে, তাদের স্মরণে অনুষ্ঠানেরর শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।করোনাকালীন
সময় যে সকল ডাক্তার নার্স প্রশাসনের লোকজন জীবন বাজী রেখে করোনা পজিটিভ রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন তাদের কে ৯/১১গ্রুপের পক্ষ থেকে স্যালুট জানানো হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনায় করেন রুবেল ফকির,এ সময় গ্রুপের প্রতিষ্ঠাতা তুহিন মুসা বলেন, ভোলা সদরের ৯/১১সবাই কে একত্রিত করতে পেরে অামি খুবই অানন্দিত, অাগামীতে অারো সুন্দর অায়োজন হবে ইনশাআল্লাহ, তুহিন অারো বলেন ৯/১১ গ্রুপ থেকে অামরা অসহায় মানুষের জন্য কাজ করা ও রক্তদান কর্মসূচি প্রতিটি উপজেলায় সমন্বয় প্যানেল করা হবে।এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ তুহিন মুসা, মোঃ শুভ ডেনিশ, মোঃ সাইফ শামিম, জুয়েল, ফারুকসহ জুমুর, প্রিয়া, মিষ্টি, শিমা, রাফসান, শামিম,জিসান,শিমুসহ ভোলা জেলার সকল ৯/১১ বন্ধুরা।

SHARE