চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে দৌলতখানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

 

 

 

আকতারুল ইসলাম আকাশ,ভোলা:

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শান্তিপূর্ণ মানববন্ধনে সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে ভোলার দৌলতখান উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে দৌলতখান মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে দৌলতখান মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।ঘন্ট্যা ব্যাপী মানববন্ধনে দৌলতখান উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।দৌলতখান মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মো: রাশেদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন মিয়া, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক হামিদুর রহমান হাসিব, যুগ্ন আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব আদিল হোসেন তপু, মুক্তিযোদ্ধা সন্তান মো: সাখাওয়াত হোসেন সোহেল, মো: আরিফুল ইসলাম,এ্যাডভোকেট ইসতিয়াক হোসেন বাপ্পী, দৌলতখান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ন আহ্বায়ক শাহী সরোয়ার ডালিম, মুক্তিযোদ্ধা সন্তান বাবু বকসি, মঞ্জুর রহমান, মিজান প্রমুখ।এ সময় বক্তারা বলেন, চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে রাষ্ট্রীয় সম্মান না দেওয়ার প্রতিবাদে গত ২৪ আগষ্ট মুক্তিযোদ্ধা ও সন্তানদের মানবন্ধন করা হয়। মানবন্ধনে এক দল সন্ত্রাসী সরকারের ভাবমূতি ক্ষুন্ন করার জন্য ন্যাক্কারজনক ভাবে হামলা করা হয়। ওই হামলাকারী ও নির্দেশদাতাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে।

SHARE