ভোলার রাজাপুরে জমি নিয়ে সংঘর্ষ,আহত ৫

 

স্টাফ রিপোর্টারঃ

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ক্লোজার বাজার এলাকায় ৫ একর ৩৮ শতাংশ জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫/৭ জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় পুলিশ তিন জনকে আটক করে।
আহতদের মধ্যে শামিম, হানিফ, আবু তাহের, আরিফ, আজিজুল নাম পাওয়া গেলেও বাকীর না পাওয়া যায়নি।
মোঃ নিজাম উদ্দিন অভিযোগ করে জানান, ওই সম্পতি তার দাদা মজিদ আলীর। তারা র্দীঘদিন ধরে ভোগ দখল করে আসছিল। সেখানে তিনি একটি বয়লার, একটি সোনালী মুরগীর, একটি কবুতরের খামার, একটি মাছের খামার, কলা বাগান ও একটি ইলেকটনিক্স দোকান করলে স্থানীয় হারুন ফকির, নাছির ফকির ও কালাম শিকদারের নজর পড়ে।
তিনি আরো অভিযোগ করে বলেন, ভূয়া কাগজপত্র তৈরি করে হারুন ফকির, নাছির ফকির ও কালাম শিকদাররা জমি দখল নিতে পায়তারা শুরু করে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই জমি ভোট দখল শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে হারুন ফকির. নাছির ফকির, কালাম শিকদাররা ৪০/৫০ জন লোক নিয়ে অস্ত্র-সস্ত্র দিয়ে ভয় দেখিয়ে বয়লার, সোনালী মুরগীর, কবুতরের খামার, মাছের খামার, কলা বাগান ও ইলেকটনিক্স ভাংচুর করে। এতে তাদের প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তারা বাঁধা দিতে আসলে তাদের উপর হামলা চালিয়ে আহত করা হয়।
এ বিষয়ে অভিযুক্তদের না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ভোলা মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন জানান, খবর পেয়ে আমরা তিনজনকে আটক করি। পুরো বিষয়টি তদন্ত চলছে।

SHARE