ভোলার বীর মাতা’র বিদায়ে তোফায়েল আহমেদ, পার্থ’র শোক

আরিয়ান আরিফ॥
ভোলার   সন্তান   বীরশ্রেষ্ঠ   মোস্তফা   কামালের  মা  (বীর মাতা ) মালেকা   বেগমের মৃত্যুতে সাবেক বাণিজ্য মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল   আহমেদ এমপি  ভিডিও   বার্তায়   শোক   ও   সমবেদনা   জানিয়ে   বলেন,   বীর   শ্রেষ্ঠমোস্তফা কামাল ভোলার গর্বিত সন্তান। সারা দেশে সাতজন বীর শ্রেষ্ঠর মধ্যে মোস্তফাকামাল ছিলো অন্যতম। তিনি ভোলার কৃতি সন্তান। বীরমাতাকে নিজের মায়ের মতো ভক্তি করতেন উল্লেখ করে তিনি বলেন, তার সাথে দেখা করতে গেলে আমাকে   আদর   করে   বুকে   টেনে   নিতেন।   বীরশ্রেষ্ঠ   মোস্তফা   কামালের  স্মৃতির  প্রতি আমি   গভীর   শ্রদ্ধা   জানাই।   মোস্তফা   কামালের   নামে   একটি   কলেজ   প্রতিষ্ঠা   করেছি। মাননীয় প্রধানমন্ত্রী সেই কলেজকে এমপিও ভূক্তি করে দিয়েছেন। অপর দিকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মায়ের মৃত্যুতে আরো শোক প্রকাশ করে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেন,
বীর মাতা তার সাহসী এ সন্তানকে জন্ম দিয়ে পুরো ভোলা জেলাকে বীরের মর্জাদা দিয়েছেন। আজ তার বিদায় লগ্নে মহান আল্লাহ কাছে প্রার্থনা যাতে তিনি এই রত্নগর্ভাকে জান্নাতের প্রশংসিত স্থান দান করেন। এ মহীয়সী নারীর বিদায়ে আরো শোক জানিয়েছেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী   শাওন,   ভোলা  জেলা   প্রশাসক  মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক,  ভোলা  জেলা পরিষদের   চেয়ারম্যান   ও   জেলা   আওয়ামীলীগের   সাধারন   সম্পাদক   আবদুল   মমিন   টুলু, পুলিশ   সুপার   সরকার   মোহাম্মদ   কায়সার,  বিএনপি সভাপতি গোলামনবী আলমগীর,  ভোলা   সদর   উপজেলা  চেয়ারম্যান  মো.মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সংঘঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, বিএনপি নেতা আসিফ আলতাফ। ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, সাবেক   ডেপুটি   কমান্ডার   শফিকুল   ইসলাম,   সাবেক   সদর   উপজেলা   কমান্ডার   অহিদুর রহমান, ভোলা  প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর  রহমান, ভোলা নিউজ প্রকাশক সম্পাদক এডভোকেট মোঃ মনিরুল ইসলাম, ভোলা   জেলা   মুক্তিযোদ্ধা   সংসদ   সন্তান   কমান্ডের   আহবায়ক   হামিদুর   রহমান হাসিব,   যুগ্ম   আহবায়ক   কামরুল   ইসলাম,   মো.   তানজিল,   সদস্য   সচিব   আদিল হোসেন তপু প্রমুখ। আজ মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে এ বীর মাতা মালেকা বেগম ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি   ….  রাজিউন)।  মৃত্যুকালে তার   বয়স   হয়েছিল  ৯৬ বছর।   দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সর্বশেষ গত ১৭ আগস্ট গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে মালেকাবেগমকে উন্নত চিকিৎসার জন্য ২০ আগস্ট সেনাবাহিনীর একটি হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে সিএমএইচ এর আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পরগত   কয়েক   দিন   আগে   তাকে   ভোলায়   নিয়ে   আসা   হয়।   অবশেষে   আজ   সকালে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসভবনে  তিনি ইন্তেকাল করেন। মঙ্গলবার বাদ আছর আলীনগর  ইউনিয়নের  ঈদগাহ মাঠে তার জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফনকরা হয়।
SHARE