ভোলায় মানবেতর জীবনযাপন করছে পানিবন্দী শত শত পরিবার

 

 

 

মোঃ আরিয়ান আরিফ।।

ভোলায় জোয়ারে প্লাবিত শত শত পরিবার মানবেতর জীবনযাপন করছেন। বাঁধ পুনঃনির্মাণ করতে না পারায় মেঘনার ঢলে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নিরুপায় হয়ে অনেকে ঘরের মধ্যে মাচা করে বসবাস করছে। এ অবস্থা উত্তরণে দ্রুত বাঁধ নির্মাণের দাবি ক্ষতিগ্রস্তদের। অবশ্য জেলা প্রশাসক গৃহ নির্মাণ সামগ্রীসহ সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন।
মেঘনার জোয়ারের পানিতে তলিয়ে থাকায় সারাদিন রান্না হয়নি বাড়িতে। দিনশেষে বাধ্য হয়ে শোয়ার খাটের উপরই টিনের চুলায় ভাত-তরকারি রান্নার আয়োজন।
গত ৩দিন এভাবে রান্না হয় সদর উপজেলার বাঘার হাওলা গ্রামের কাঞ্চন কবিরাজের পরিবারে। এদিকে স্রোতের তোড়ে চারচালা টিনের ঘরটি হেলে পড়ায় দামি কিছু মালামাল অন্যত্র সরিয়ে নিলেও ভারি আসবাবপত্র জড়ো করে রাখা হয়েছে ঘরের মধ্যেই।
জলবন্দি হয়ে চরম দুর্ভোগে দিন কাটছে ওই বাড়ির পূর্ব ভিটার বাসিন্দা জোসনা বেগমের।
স্বামী কর্মস্থলে থাকায় তিন শিশু সন্তানকে নিয়ে ঘরের মধ্যে মাচা করেই বসবাস । বানের জলে ভেসে আসা সাপ আর পোকা মাকড়ের ভয়ে মাচা থেকে ভিটিতে নামতে পারছে না শিশুরা।
কাঞ্চন কবিরাজ আর জোসনা বেগমের মতো ইলিশা ইউনিয়নে শত শত পরিবারের একই অবস্থা।
তবে দুর্ভোগে থাকা মানুষদের পুনর্বাসন, খাদ্য সহায়তাসহ সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা।
বাঁধভাঙা পানিতে ইলিশা ইউনিয়নের ১২টি গ্রামে প্রায় ৪ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

SHARE