ভোলার চরফ্যাশন থেকে অবসরে চলে গেলেন ওসি শামসুল আরেফিন

 

 

 

মাসুদ রানা প্রতিনিধিঃ ভোলা জেলা দক্ষিণ।

পুলিশ আইন অনুযায়ী বয়স সীমা অতিক্রম করায়, অবসরজনিত কারণে দীর্ঘদিন সুনামের সাথে চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন শেষে চরফ্যাশনবাসীকে কাঁদিয়ে বিদায় নিলেন ওসি শামসুল আরেফিন৷
২১ আগস্ট শুক্রবার সকাল ১১টার সময় চরফ্যাশন থানায় ওসি শামসুল আরেফিনের এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন৷ বিশেষ অতিথি হিসেবে চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মনির উদ্দীন চাষী উপস্থিত ছিলেন৷
বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, অনেক বছর পর আমরা একজন সাহসী, দক্ষ ও সৎ পুলিশ অফিসারকে পেয়েছি৷ কিন্তু এত অল্প সময়ে তাকে বিদায় দিতে হবে এমন কল্পনাও করিনি৷ বক্তারা আরো বলেন, চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ শামসুল আরেফিন দায়িত্ব নেওয়ার পর থেকে, মাদক ব্যবসায়ী, চোর ডাকাতের উৎপাত, মারামারি হানাহানি, অসামাজিক কার্যকলাপ থেকে চরফ্যাশনবাসীকে রক্ষা করতে জীবন বাজি রেখে কাজ করেছেন৷ যা প্রশংসার দাবি রাখে৷ তিনি ওসি হিসেবে নয়, সমাজের সকল শ্রেণীর মানুষের পরিবারের একজন সদস্য হিসেবে পাশে ছিলেন৷ তিনি একজন সদালাপী ও হাস্যরসের মানুষ ছিলেন৷ আজ বিদায় অনুষ্ঠানে আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি৷
এদিকে ভোলা তদন্ত অফিসার হিসেবে দায়িত্বে থাকা মোঃ মনিরুল ইসলাম, চরফ্যাশন থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা এবং ওসি শামসুল আরেফিনের সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন৷

SHARE