ভোলার মানবাতাবাদি করোনা যোদ্ধা করোনায় আক্রান্ত

 

 

বিশেষ প্রতিনিধিঃ

ভোলার মানবাতাবাদি করোনা যোদ্ধা শিক্ষক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ মনিরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। গত বুধবার তার নমুনার রিপোর্ট পজেটিভ আসে।

করোনা পরিস্থিতিতে প্রথম থেকেই তিনি অসহায় খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন। দিন রাত দুস্থ মানুষের জন্য কখনো খাদ্য সামগ্রী, কখনো হ্যান্ড স্যানিটাইজার-সাবান নিয়ে ছুটে গেছেন রাস্তা থেকে মান্তা সম্প্রদায়ের ভাসমান পল্লী পর্যন্ত। করোনাকালীন সময়ে  তিনিই প্রথম ভোলা শহরে তার ব্যবসা প্রতিষ্ঠান বিয়ে বাজারের সামনে উন্মুক্ত হাত ধোয়ার ব্যবস্থা চালু করেন। করোনা রোগী ও উপসর্গ নিয়ে মৃতদের গোসল দেয়া থেকে শুরু করে কবর দিয়েছেন এই মানবাতাবাদি করোনা যোদ্ধা।

করোনাভাইরাস থেকে ভোলার মানুষকে রক্ষা করতে ঝুঁকি নিয়ে যে মানুষটি মানবতার কাজ অব্যহত রেখেছেন, অবশেষে তিনিই করোনায় আক্রান্ত হলেন। তবে এই যুদ্ধে জয়ী হবার দৃঢ় আত্মবিশ্বাস রয়েছে তার।

মনিরুল ইসলাম জানান, গত কয়েকদিন তার জ্বর এবং ডায়রিয়া থাকলেও এখন তিনি অনেকটা সুস্থ আছেন। দ্রুত এরোগ থেকে সেরে ওঠার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। পাশাপাশি তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানায়।

SHARE