ভোলায় জাতীয় শোক দিবস পালিত

 

মোঃ আরিয়ান আরিফ।।

ভোলায় যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মহান এ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভোলার জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ,ভোলা পৌরসভা, ভোলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ সর্বস্থরের জনগন।

শনিবার (১৫ আগষ্ট) সকালে ভোলা জেলা প্রশাসক চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে প্রশাসনের বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তারা-কর্মচারী বে-সরকারি প্রতিষ্ঠানের লোকজন একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন বাহিনী ,বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগ এর অয়োজনে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

SHARE