ভোলায় জাতীয় শোক দিবসে শিশুদের নিয়ে জেলা আওয়ামীলীগের নানা আয়োজন

 

 

 

মোঃ আরিয়ান আরিফ।।

ভোলায় জেলা আওয়ামী লীগ ও জেলা প্রশাসনের পৃথক আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। মঙ্গলবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভা জেলা আওয়ামী লীগ সম্পাদক আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় দুই দিন ব্যাপী অনুষ্ঠানের জন্য কমিটি গঠন করা হয়। পরে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহবায়ক উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার জানান, ১৪ আগষ্ট সকাল ১০টায় শহরের ওবায়দুল হক মহাবিধ্যালয় ক্যাম্পসে সামাজিক দূরত্ব রক্ষা করে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন, কবিতা আবৃত্তি, বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে দুটি গ্রুপ থাকছে। তৃতীয় শ্রেনি থেকে ষষ্ঠ শ্রেনি পর্যন্ত একটি গ্রুপ ও সপ্তম থেকে দ্বাদশ শ্রেনি পর্যন্ত একটি গ্রুপ। সেরা বক্তা মূল অনুষ্ঠানে বক্তব্য রাখার সুযোগ পাবে। প্রতিযোগিতা পরিচালনার দায়েত্বে রয়েছেন উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলতার আহবায়ক, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু যুগ্ম আহবায়ক, সদস্য রয়েছেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ভোলা থিয়েটারের সদস্য নাসির লিটন, ভোলা থিয়েটারের সম্পাদক আবিদুল আলম, কলেজ শিক্ষক লিল্পী রেহানা ফেরদৌস, লেডিস ক্লাব সম্পাদক খাদিজা আক্তার স্বপ্না, সহকারী শিক্ষক সারমিন জাহান শ্যামলী, শিশু সংগঠক সাংবাদিক আদিল হোসেন তপুসহ ২০ সদস্যের কমিটি । ১৫ আগষ্ট ওই চত্বরেই আলোচনা সভায় দলীয় নেতৃবৃন্দরা অংশ নিবেন। ওই অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদেও পুরস্কার দেয়া হবে। অপরদিকে জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে এক ভার্চুয়াল জুম মিটিংএ জাতীয় শোক দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে । ভীড় এড়ানোর জন্য যে যে প্রতিষ্ঠানের সামনে বঙ্গবন্ধুর মুরাল স্থাপিত হয়েছে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক সময়ে ওই সব ম্যুারালে পুস্পমাল্য দেয়া হবে। এ ছাড়া ভার্চুয়াল স্টিস্টেমেই শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্ন হবে বলেও জানান জেলা প্রশাসক। এই সব প্রস্তুতিসভায় বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আতাহার মিয়া, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা আক্তার হোসেন প্রমুখ।

SHARE