এক জেলার তালিকাতেই ৩০ জন অমুক্তিযোদ্ধা

 

 

 

নুরউদ্দিন আল মাসুদ

১হাজার ২৫৬ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে যে নতুন তালিকা করা হয়েছে, তাতে শুধু ব্রাহ্মণবাড়িয়া জেলার তালিকা যাচাই-বাছাই করেই ৩০ জন অমুক্তিযোদ্ধা পেয়েছে সরকারের গঠিত তদন্ত কমিটি। অন্য জেলার তালিকা যাচাই-বাছাই করা হলে আরও অমুক্তিযোদ্ধা পাওয়া যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এই অনিয়মের জন্য মূলত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) কর্মকর্তাদের দায়ী করা হয়েছে। উপজেলা থেকে যাচাই-বাছাই হয়ে তালিকা আসার পর জামুকার কর্মকর্তারা এসব নাম তালিকায় যুক্ত করেছেন। এ ঘটনায় জামুকার সহকারী উপপরিচালক আবদুল খালেককে গত বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে।

তালিকায় অমুক্তিযোদ্ধাদের নাম আসার বিষয়টি স্বীকার করে জামুকার মহাপরিচালক জহুরুল ইসলাম বলেন, বিষয়টি খুব দুঃখজনক। উপজেলা যাচাই-বাছাই কমিটি ও বিভাগীয় কমিটির যাচাই-বাছাই শেষে জামুকার সভায় এই তালিকা অনুমোদন করা হয়। তারপরও এত অনিয়ম। এ ব্যাপারে জামুকার পরবর্তী বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।তবে বাকি জেলাগুলোতে ও পর্যায়ক্রমে যাচাই বাচাই হবে বলে তিনি জানান।

SHARE