গণজমায়েত ও স্বাস্থ্যবিধি অমান্য করায় জেল জরিমানা

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥

স্বাস্থ্যবিধি অমান্য করে পশুর হাট পরিচালনা করায় নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় দুই ইজারাদারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত ২৪ ঘন্টায় বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

জানাযায়, হাতিয়ার ছোট বড় প্রায় ২০টি কোরবানির পশুর হাট বসে। এতে সরকারী ভাবে স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনা করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। কিন্তু অনেক জায়গায় পশুর হাটে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পশুর হাটে অভিযান করে। এসময় হাতিয়ার বুডিরচর ইউনিয়নের আজিজিয়া বাজার ও সোনাদিয়া ইউনিযনের চরচেঙ্গা বাজারে অভিযান করে স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযোগে ৩ হাজার করে টাকা জরিমানা করে। অন্যদিকে হাটে মাক্স পরে আসার জন্য সবাইকে সতর্ক করা হয়।

হাতিয়াতে প্রথম থেকে আজ বুধবার পর্যন্ত ৬০৬ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৬০৬ জনের ফলাফল পাওয়া গেছে যাদের মধ্যে ৯০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৬৩ জনকে করোনা মুক্ত ঘোষণা করা হয়

SHARE