লালমোহনে ভিজিএফ এর চাল বিতরণ করেন এমপি শাওন

 

 

লালমোহন থেকে তপতী সরকারঃ

ভোলার লালমোহনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্ধ কৃত ভিজিএফের চাল বিতরন করেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। ৩০ জুলাই সকালে প্রথমে লালমোহন পৌরসভা এরপর কালমা ইউনিয়ন তারপর পশ্চিম চর উমেদ ইউনিয়নের উদ্যোগে ভিজিএফ এর চাল বিতরনের সময় এমপি শাওন বলেন সারা প্রথিবী আজ কোভিড-১৯ এ আক্রান্ত। কোভিড-১৯ এর কারনে সারা পৃথিবীর অর্থনীতিতে মহামন্দা চলে আসছে। মহামন্দা মোকাবেলায় দেশ ও জাতীর কল্যানে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখহাসিনা নিরন্তর কাজ করে যাচ্ছে। সকল দুর্যোগে ভেদাভেদ ভুলে সকলকে দেশের স্বার্থে একযোগে কাজ করে যেতে হবে।
এ সময় এমপি শাওন আরও বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় হত দরিদ্রদের পাশে থাকেন। প্রতি বছর ঈদ উপলক্ষে অসহায় ও গরীব দুঃখীর মাঝে ভিজিএফ চাল বিতরণ করে তাদেরকে সহযোগিতা করেন। সারা বিশ্ব যখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দিশেহারা তখনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সহযোগিতা করে আসছেন। লালমোহন পৌরসভা ও ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরনের সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন। উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, কালমা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, পৌর কাউন্সিলর আলহাজ্ব জহিরুল ইসলাম মাসুদ পাটোয়ারী, হাজী ঈমাম হোসেন হাওলাদার,হেলাল হাওলাদার, সাইফুল কবীর, নবীন, ফরহাদ হোসেন মেহের, জসিম ফরাজি, ফরিদ উদ্দিন, হিরন, সংশ্লিষ্ট ইউপি মেম্বাররা।

SHARE