ভোলায় দলিত পরিচ্ছন্নতা কর্মীদের ৬ দফা দাবীতে মানববন্ধন

 

 

 

মনজু ইসলাম ঃ
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কমিটি আয়োজনে ভোলা প্রেসক্লাবের সামনে ৬ দফা দাবিতে মানববন্ধন মানববন্ধন অনুষ্ঠিত হয়

এ সময় ৬ দফা দাবীতে বক্তারা বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ সকল সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের টেকসই সুরক্ষা উপকরণ প্রদান করতে হবে, পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য বীমা ও ঝুঁকিভাতার আওতায় আনতে হবে, সকল প্রতিষ্ঠানে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের যথা সময়ে বেতন – ভাতা পরিশোধ করতে হবে, আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক, নিয়োগ প্রাপ্ত পরিচ্ছন্নতা কর্মীদের চাকুরী স্থায়ী করতে হবে, চামড়া ও জুতা সেলাই, বাশ-বেত ও বিভিন্ন অপ্রতিষ্ঠানিক খাতে কর্মরত দলিতদের জরুরী ভিত্তিতে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করতে হবে।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র, সদর উপজেলার সভাপতি শান্ত ঘোষ, জেলা বিডিইআরএম এর সভাপতি চন্দ্র মোহন সিডু, সাধারন সম্পাদক স্বপন কুপার দে, উপজেলার সভাপতি রণজিৎ বেপারী, সম্পাদক গোপাল রবিদাসপ্রমুখ।

SHARE