ভোলায় বাবা মায়ের আকুতি কিশোরী মিতুকে বাঁচাতে চায়

 

 

মাসুদ রানা প্রতিনিধি জেলা দক্ষিণ।

মিতু অসহায় শিরোনামের একটি নাম। যে নামের সাথে বেঁচে থাকার স্বপ্নটা আলো-আঁধারে ঘেরা।পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়েও মাঝেমাঝে হিমালয়-আল্পসের বরফ গলে। বিত্তবান মানুষের সহানুভূতির সাহায্য পেতেই মিতুর জন্য এ লেখা।

১ বছর আগে তাদের বাসার সামনে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মাথায় প্রচন্ড আঘাত পান মিতু। প্রায় এক বছর ধরে তার পরিবারের সাধ্য অনুযায়ী কয়েক ধাপে তাকে চিকিৎসা করা হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী দুই বার অপারেশন করা হয়েছে। এখন আবারও ইনফেকশন জনিত সমস্যার কারণে জরুরী একটি অপারেশন করা প্রয়োজন। ডাক্তার জানিয়েছেন এই মুহূর্তে জরুরী একটি অপারেশন করা প্রয়োজন,আর যার জন্য প্রয়োজন ৪০ হাজার টাকা। কিন্তু অপারেশন করার সাধ্য তার পরিবারের নেই। তাই মিতুর বাবা সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেন। এই মুহূর্তে মিতু আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতাল এ চিকিৎসাধীন রয়েছেন।

আপনারা চাইলে সরাসরি কথা বলেও সাহায্য করতে পারেন। মিতুর বাবাঃ০১৭ ৩২ ৪৭ ৯১ ৫০

মিতুর পরিবারের বর্তমান ঠিকানা, ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারের দক্ষিণ পাশে শাহে আলম মিলিটারির ভাড়া বাসায় থাকেন।

🌿আসুন মিতুকে বাঁচাতে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মহানুভবতার দৃষ্টান্ত রাখি।

SHARE