ভোলা সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি পালন

 

 

নুরউদ্দিন আল মাসুদ

“গাছ লাগান পরিবেশ বাচান” এই শ্লোগানকে সামনে রেখে আজ ১৩/০৭/২০২০ ইং তারিখে ভোলা কলেজ ছাত্রলীগের উদ্যোগে ভোলা সরকারি কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।বৃক্ষরোপন কর্মসূচিতে শত ধরনের গাছ রোপন করা হয়েছে।

ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ জনাব গোলাম জাকারিয়া স্যারের নির্দেশক্রমে উক্ত বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।এতে উপস্থিত ছিলেন ছাত্রনেতা মোঃফয়সাল, মোঃফাহাদ হোসেন, সহ সভাপতি ভোলা সরকারি কলেজ,মোঃইউসুফ হোসেন(তামিম),সাংগঠনিক সম্পাদক, ভোলা সরকারি কলেজ,মোঃনুরউদ্দিন, ইমন,সুজন,মেহেদী, আলআমীন সহ সাংবাদিকবৃন্দু।

উক্ত অনুষ্ঠানে অধ্যক্ষ গোলাম জাকারিয়া বলেন,”প্রতিটি দেশে আয়তনের তুলনায় ২৫% বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে বনভূমির পরিমাণ ১৬% ও নেই।যার ফলে ঘূর্ণিঝড় বুলবুল,ফনি,আম্পান সহ নানা প্রাকৃতিক দূর্যোগের কবলে আমাদের পরতে হচ্ছে।তাই ছাত্রদের এই বৃক্ষরোপন কর্মসূচিকে আমি সাধুবাদ জানাই”।

ছাত্রনেতা ফয়সাল বলেন,”মুজীব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান, ৩টি করে গাছ লাগান।সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা ভোলা সরকারি কলেজের ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি পালন করছি।

SHARE