সড়ক নয় যেনো? মৃত্যুর ফাঁদ

 

 

মোঃইমরান হুসাইন মুন্নাঃঃ-     

লালমোহন উপজেলাধীন ফরাজগঞ্জ ইউনিয়ন থেকে লালমোহন যাতায়াতের প্রধান সড়কটি হল মোজাম্মেল সড়ক,, এই সড়কের মাঝপথে ঐতিহাসিক একটি ব্রিজ ছিল কাটাখালি ব্রিজ নামে পরিচিত,, দীর্ঘদিন যাবৎ ব্রিজের উন্নয়ন কাজ চলতেছে,, ব্রিজের কন্টেকদার এর নিকট নতুন ব্রিজ নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বর্তমানে বর্ষা সিজন হয়তো ছয় মাসের অধিক সময় লাগতে পারে, তাই ব্রিজের পাশ দিয়ে একটি কাঁচা বাইপাস সড়ক দিয়ে যাতায়াত করা হইতেছে,, প্রতিদিন এ রাস্তা দিয়ে যাতায়াত করা হয় শত শত গাড়ি এবং হাজার হাজার মানুষ,, কিন্তু জনগণের স্বার্থের রাস্তাটির উন্নয়ন কাজ হচ্ছে না,, বর্তমানে বাইপাস সড়ক জনসাধারণের জন্য মৃত্যুপুরী সড়ক হিসেবে রূপ ধারন করিয়াছে, এবং দৈনন্দিন অটোরিকশা মোটর বাইক সহ বিভিন্ন যানবাহন উল্টে গিয়ে যানবাহন ক্ষতিগ্রস্ত সহ দুর্ঘটনার কবলে পড়ে জনসাধারণ বাড়িতে না গিয়ে হাসপাতালের বেডে ভর্তি হইতে হয়, উপরোক্ত বিষয়ের কারণে ভোলা নিউজ এর মাধ্যমে এমপি নুরনবী চৌধুরী শাওন এর নিকট জনসাধারণের অনুরোধ সুন্দর জীবন যাত্রার লক্ষ্যে বিষয়টি বিবেচনা মূলক উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করার জন্য দৃষ্টিগোচর কাম্য

SHARE