বিনা টেন্ডারে কেটে নিচ্ছে ভোলার সরকারি স্কুলেরর শত বছরের গাছ

 

মনজু ইসলাম/ আজাদ হোসেনঃ

ভোলার সরকারি স্কুল। অনিয়ম ই যেখানে নিয়ম। কি না ঐতিহ্য ছিলো এ স্কুলটির। এখন সবই প্রশ্নবিদ্ধ। রেজাল্ট, পড়াশুনা তো দূরের কথা ছাত্রদের ডিসিপ্লিনের অবস্থা খুবই খারাপ। ক্লাস সেভেন এইটের বাচ্ছাদের জোর করে প্রাইভেট পড়ানোর অভিযোগতো নিত্যনৈমিত্তিক ঘটনা। এখনতো লগডাউনে স্কুল বন্ধ। বছরে ৪ থেকে ৫ দিনও হয়না বিজ্ঞানের ক্লাস। ব্যাবহারিক ল্যাবেতো গত ২০ বছরে ডুকেনি কোন ছাত্র। তবে মাঝে মধ্যে পরিক্ষার সময় চাঁদার টাকা উঠানোর জন্য খোলা হয় প্রাকটিক্যাল রুম। এমন হাজারো অভিযোগ রয়েছে এক সময়ের ঐতিহ্যবাহী এই স্কুলটির বিরুদ্ধে। সকল অভিযোগ ছাপিয়ে এবার সামনে এলো গাছ চুরির অভিযোগ। স্কুলটির শতবছরের পুরোনো গাছ বিনা টেন্ডারে বিক্রি করে ফেললো প্রধান শিক্ষক এমন অভিযোগ করেছেন ভোলার সুশীল সমাজ। লগডাউনের সুবিধা নিয়ে স্কুল খালি পেয়ে গাছগুলো কেটে ফেলেছেন প্রধান শিক্ষক। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা গাছ বিক্রি করিনি, নিজেরাই কাটছি পরে সিদ্ধান্ত নিবো কি করা যায়। স্কুলের অনিয়ম নিয়ে বিস্তারিত আসছে…….

SHARE