ফের বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

 

মোঃ আশরাফুল আলম
দিন দিন করোনা ঝুঁকি বেড়েই চলছে। এ কারণে কয়েকদফা শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন তা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হতে পারে।সোমবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলোচনা করে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
দেশে করোনার কারণে গত মার্চের মাঝামাঝি সময় থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।পরবর্তীতে পরিস্থিতির উপর ভিত্তি করে ছুটি কয়েক দফা বাড়ানো হয়।রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন গনমাধ্যমকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে । এ বিষয়ে এখনো আলোচন হয়নি। তবে ৩০ জুন পর্যন্ত ছুটি বাড়বে। পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রতি ১৫ দিন অন্তর অন্তর ছুটি বর্ধিত করা হবে।তিনি বলেন, করোনার প্রকোপ মহামারি আকার ধারণ করায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের হুমকির মধ্যে ফেলা যাবে না। প্রতিদিন সংসদ টিভিতে ক্লাস সম্প্রচার করা হচ্ছে, বাসায় বসে শিক্ষার্থীরা পাঠ চালিয়ে যাবে। বর্তমানে শিক্ষার্থীদের বাসায় রেখে কীভাবে পরীক্ষা নেয়া সম্ভব সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।পরবর্তীতে তা জানানো হবে।

SHARE