অনিয়ম, ভোলায় ত্রাণ দিতে পারলোনা কোস্ট ট্রাস্ট

 

ইয়ামিন হোসেনঃ

হায় রে রাজাপুর, ভোলা জেলার মধ্যে একটি ব্যতিক্রমী ইউনিয়ন, সদ্য তান্ডব চালানো ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের সহযোগীতা করার জন্য কোস্ট ট্রাস্ট নামের একটি সংস্থা ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের জনপ্রতিনিধিদের কাছে ১শ তালিকা চেয়েছে। সেখানে মেম্বাররা ক্ষতিগ্রস্তদের নাম না দিয়ে নিজের ছেলে, ভাইয়ের স্ত্রীসহ আত্মীয় স্বজনের নাম দিয়ে তালিকা জমা দিয়েছে। আজ ১১ জুন কোস্ট ট্রাস্ট জনপ্রতি ৩ হাজার টাকা ও আরো এ উপহার সামগ্রী  দেওয়ার জন্য রাজাপুর গেলে এই অনিয়ম এবং ইউনিয়নের আওয়ামীলীগ নেতাদের সাথে সমন্বয় না করতে পের এবং নানামুখী বাধার মুখে পরে টাকা ও উপহার সামগ্রী তিরণ না করে দিনবর অপেক্ষা করে ফিরে এসেছে কোস্ট ট্রাস্ট।সংস্থাটি আমাদের জেলার স্বার্থে কাজ করতে গিয়েও অপরাধ করছেন মনে হয়। মেম্বারদের দেয়ে তালিকা দেখে তো অবাক হওয়ার মত কান্ড। তালিকায় রয়েছে  তিন মেম্বারের ছেলের নাম আরেক মেম্বারের ভাইয়ের স্ত্রীর নাম।

SHARE