প্রিয় রফিক স্যারকে হারিয়ে বাপ্তায় শোকের মাতম!!

 

এম. ইমরান হোসাইন।

পশ্চিম বাপ্তায় যখন ৩টি প্রাইমারি স্কুল, নেই কোন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ঠিক তখনি প্রিয় রফিক স্যার তার অক্লান্ত পরিশ্রমের দ্বারা মাধ্যমিক বিদ্যালয় আনতে সক্ষম হন। সেই পরিশ্রমের ফলস্রুতিতে আজ পশ্চিম বাপ্তার চাচড়ায় কলেজ। তার এই অসামান্য কাজের ফলে বাপ্তার হাজারো শিক্ষার্থীর পড়াশুনার সুযোগ হয়েছে। প্রিয় লোকটি বাপ্তার প্রায় বিয়ে, যে কোন আয়োজন, কেউ মারা গেলে শুনলেই ছুটে আসতেন। তার হাঁসিমাখা মুখটার পাগল ছিল সবাই। স্যারের মৃত্যুর খবর শোনার পর এলাকার সবারই দুঃখের যেন শেষ নেই। একথা কেউ ভাবতেই নারাজ যে মানুষটির হাত ধোরে চাচড়ার উন্নয়ন, তিনি আজ নেই। সেই ভালোবাসার টানে মানুষটিকে শেষ বিদায় জানাতে জানাজায় অংশ নিয়েছে তার অসংখ্য ছাত্রছাত্রী,শিক্ষক,সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

SHARE