মনপুরার আশ্রয়ে কেন্দ্র গুলোর বেহাল দশা

 

সোহান সোহাগ মনপুরা প্রতিনিধিঃ-

ভোলা জেলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়ার ৯নং ওয়ার্ডের ( বর্দার বাড়ির দরজায় ) পেয়ারী মোহন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রর বেহাল অবস্থা মেরামত ও রক্ষণাবেক্ষণের অভাবে। একদিকে যেমন কোটি কোটি টাকার সম্পদের ক্ষতি, সরজমিনে গিয়ে দেখা যায় আশ্রয় কেন্দ্রের বিভিন্ন যায়গা ফেটে গেছে, অকেজো হয়ে পারেছে সিড়ি, পিলার ও রেলিং অপরদিকে দুর্যোগ মুহূর্তে অসহায় লোকদের নিরাপদ আশ্রয়ের অভাবে প্রাণহানির আশংকা বাড়ছে। মনপুরা দ্বীপের চতুর্দিকে রয়েছে মেঘনা নদী, এখানকার মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ঝড়-জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগ ও তপ্রোতভাবে জড়িত। প্রায় ২৫ বছর আগে নির্মান করা হয়েছিল পেয়ারী মোহন আশ্রয় কেন্দ্রে টি, এখনো পর্যন্ত মেরামত করা হয়নি আশ্রয় কেন্দ্র,এ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে অনেক লোক প্রাণ হারিয়েছে। ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পর মনপুরার বিভিন্ন দাতাসংস্থা ও সরকারি অনুদানে অনেক গুলো ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়। কিন্তু বর্তমানে অধিকাংশ আশ্রয় কেন্দ্রের বেহাল অবস্থা। আশ্রয় কেন্দ্রের বিভিন্ন অংশ ভেঙ্গে গিয়েছে, অধিকাংশ দরজা-জানালা নেই, নেই নলকূপ , আশ্রয় কেন্দ্রের বিভিন্ন যায়গা ফেটে গিয়েছে ল্যাট্রিনগুলো অকেজো। অনেক আশ্রয় কেন্দ্রে যাবার মত পথ নেই। গরু-মহিষ বছরের অধিকাংশ সময় শেল্টারগুলো নোংরা করে রাখে। অনেকের বাড়ির দরজায় নির্মিত আশ্রয় কেন্দ্রগুলোতে বিভিন্ন শস্য রাখা হচ্ছে। এছাড়া কিছু কিছু আশ্রয় কেন্দ্রের দেয়াল ও ছাদের আস্তর খসে পড়ছে। মনপুরায় অনেক গুলো আশ্রয় কেন্দ্র ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। ফলে দুর্ঘটনা ও দুর্যোগের সময় আশ্রয় কেন্দ্রের ভেতরে কেউ প্রবেশ করতে চায় না। স্থানীয় প্রশাসন ও দাতা সংস্থাসমূহের সুষ্ঠু তদারকির অভাবে আশ্রয় কেন্দ্রগুলো দিন দিন আশ্রয়ের অযোগ্য হয়ে পড়েছে।

SHARE